বইটি আরবের সাহিত্য কিংবদন্তী, কথা সাহিত্যিক, দার্শনিক, বিচারপতি শাইখ আলি তানতাবির বিয়ে নিয়ে লিখিত বিভিন্ন অমূল্য রচনার অনুবাদ সমষ্টি। বইটির প্রতিটি কথা এমন এক মনীষার জীবন্ত দর্শন, যাঁর অভিজ্ঞতার জাম্বিলটা বিয়ে, বিয়েপূর্ব সামাজিক জটিলতা ও বিয়েপরবর্তী দাম্পত্যজীবনের কলহ-বিবাদ সম্পর্কিত বিষয়ে একেবারে পরিপূর্ণ। কেননা শাইখ তানতাবি দামেশকের শরীয়া কোর্টে প্রায় বিশ হাজারের মতো বৈবাহিক জটিলতা নিরসন করেছেন। তাই বইয়ের কথাগুলো নিছক কোন কলামিস্টের কলম নিঃসৃত কথা নয়; দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ভারে ন্যুব্জ এক শাস্ত্রীক ব্যক্তির কথা।