নারীর উদরে মানুষের জন্ম। জন্মদায়িনীকে আমরা বলি ‘মা’। মায়ের বাধনেই আমরা বড় হই, তা্র হাত ধরেই আমরা চলতে শিখি, তার আচলেই পাই আমরা নিরাপত্তা আর প্রশান্তি। মা, বোন, স্ত্রী, মোট কথা নারীই সব পরিচালনার মূল। তাই নারীসমাজকে আমরা তুলনা করতে পারি রেল গাড়ির ইঞ্জিনের সাথে। রেল গাড়ির ইঞ্জিন যেদিকে রোখ করবে, বাকি কম্পার্টমেন্টগুলো সেদিকেই যাত্রা করবে। কাজেই নারী যদি পরিচালনায় ভুল করে, তা হলে পুরো সমাজকে সেই ভুলের খেসারত দিতে হবে। যদি সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সে পরিচালনার দায়িত্ব আঞ্জাম দেয়, তা হলে পুরো সমাজ সেই সুফল ভোগ করবে।
‘নারী সমাজের ভুল ও প্রতিকার’, বইতে লেখক সমাজে প্রচলিত সেসব ভুলগুলো তুলে ধরেছেন, যা মেয়ে শিশুর জন্ম থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত ভুলগুলো হয়ে থাকে। আমাদের বাবা-মা, আমাদের বোনেরা, স্ত্রীরা যে ভুলগুলো করে বসে মনের অজান্তেই কিংবা সামাজিক রীতি ভেবে; সেগুলোর শরিয়সম্মত সমাধান লেখক এতে সবিস্তারে আলোচনা করেছেন। প্রত্যেক মা-বোনের ঘরে থাকার মতো একটি বই।