একটি দিয়াশলাই, দাম আর কত? দুই টাকা হলেই পুরো বক্স পাওয়া যায়। অতি সস্তা এর একটি কাঠি সামান্য ঘর্ষণেই তেজদীপ্ত হয়ে ওঠে। আমাদের জীবনটা দিয়াশলাইয়ের চেয়ে দামী, আমাদের সংকল্প এর কাঠির চেয়েও মজবুত। আর তাই একটু সাহস দিলে অনেকে তেজদীপ্ত হয়ে ওঠি। অতি-দুর্বল মানুষটাকে সামান্য একটু অনুপ্রেরণা দিয়ে অনেক কঠিন কাজও করিয়ে নেয়া যায়।
জীবনের তিক্ত অভিজ্ঞতায় জর্জরিত মেয়েটি আত্মহত্যার কথা ভাবে। তাকে যদি বোঝানো যায়, ঝর তুফানে উড়িয়ে নিয়ে যাওয়া বাগানেও একদিন সূর্য উঠে, গাছপালাগুলো নতুন করে জন্ম নিতে শুরু করে; তেমনি তোমার পৃথিবীতেও একদিন সূর্য উদিত হবে, মুছে দেবে সব কালো অন্ধকার, আলোকিত করবে তোমার পুরো জগতটাকে…সে ফিরে আসবে।
গুনাহের বোঝা দেখে হতাশ হয় পড়া গুনাহগার ভাবে সে আর ক্ষমা পাবে না। তার ভাঙ্গা হৃদয়ে যদি আল্লাহর রহমত আগুনে একটু জেলে দেয়া হয়, তার পুরো জীবন পাল্টে যায়।
এভাবে প্রতিটা মানুষকেই প্রশান্তির জীবনে ফিরিয়ে আনা যায়। অবহেলা, তিরস্কার না করে প্রয়োজন কেবল একটু অনুপ্রেরণা।
বার বার ব্যর্থ হওয়া কাউকে ‘পারবে না’ বলে নিষ্কর্ম করে দেয়ার চেয়ে, ‘তুমিও পারবে’ একবার বলুন; দেখবেন সে কী করে দেখায়।
ড. আয়েয আল করনী ঠিক এই আহ্বানই করে চলেছেন তার কলম দ্বারা। ব্যক্তিগতভাবে জীবনে যতবার হতাশায় ভুগেছি, তার ‘লা তাহযান হতাশ হবেন না’ বইটি পড়ে নতুনভাবে জেগে ওঠার অনুপ্রেরণা পেয়েছি। এবার তার আরেকটি বই প্রকাশিত হলো হুদহুদ প্রকাশন থেকে। একই সূত্রে গাথা।