জনৈক ডক্টর থেকে শুনেছি তিনি বলেন, “যদি তুমি পৃথিবীকে কিছু দিতে না পারো তাহলে তুমি পৃথিবীর জন্য বোঝাস্বরূপ। পৃথিবীতে যদি তোমার কোন কর্মতৎপরতা, অবদান না থাকে তাহলে তোমার পৃথিবীর বুকে বেঁচে থাকার কোন প্রয়োজন নেই। আজকের বিশ্বে মুসলিমের সংখ্যা আপনি অনেক পাবেন। কিন্তু তাদের মধ্যে কয়জন ইসলামের খেদমতে আত্মনিয়োগ করেছে? ক'জন ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে?
যেসব লোক শুধু খাওয়া দাওয়া করে অলস সময় কাটায় তাদের সম্পর্কে ইবনুল জাওযি (রহঃ) বলেন, এরা মশা মাছির ন্যায় আমাদের সাথে রাস্তাঘাটে যানজট সৃষ্টি করে, বাজারে গিয়ে ভিড় জমায়, দ্রব্যমূল্য বৃদ্ধি করে এবং আমাদের সময় নষ্ট করে।