নিশ্চয় অহংকার ও আত্মম্ভরিতা এমন এক আত্মিক ব্যাধি, যা মানুষের চরিত্রকে চরমভাবে কলুষিত করে। মানুষকে সত্য ও হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে গোমরাহি ও ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। কারণ, অহংকার ও আত্মম্ভরিতা যখন কারও মাঝে বাসা বাঁধে এবং তার বিবেক-বুদ্ধি ও ইচ্ছার উপর বিজয়ী হয়ে যায়, তখন তাকে অত্যন্ত কঠোরতার সাথে এবং প্রবলভাবে সত্য-প্রত্যাখ্যান ও সত্যকে অস্বীকার করার দিকে নিয়ে যায়। ফলে সে সত্যের নিদর্শনও মুছে ফেলতে আগ্রহী হয়ে ওঠে। অতঃপর অহংকার ও আত্মম্ভরিতা তাকে নিয়ে যায় এমন এক স্তরে, যখন সে তার অন্তঃসারশূন্য আপাত মোহনীয় ও চটকদার কথার মাধ্যমে বাতিলকে সুসজ্জিত ও সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করতে থাকে; যার কোনো যথার্থতা ও বাস্তবতা নেই। এর পাশাপাশি সে ছোট-বড় অন্যান্য সকল মানুষকে অবজ্ঞার দৃষ্টিতে দেখতে থাকে এবং তুচ্ছ ও নীচ ভাবতে থাকে। বক্ষ্যমাণ বইয়ে আমরা অহংকারের সংজ্ঞা বর্ণনা করার চেষ্টা করব। পাশাপাশি আলোচনা করব অহংকার ও আত্মম্ভরিতার পার্থক্য, এর ক্ষতি, নিদর্শন, কারণ ও মানব জীবনে এর কী প্রভাব পড়ে তা নিয়ে। সবশেষে আলোচনা করব তার চিকিৎসা ও প্রতিকার নিয়ে ইনশাআল্লাহ।