b"আমাদের নবীজির ১০০ মুজেযা" বইয়ের সংক্ষিপ্ত কথা:br/b প্রিয় নবীজির প্রিয় চাচা হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব। বসে আছেন নবীজির সামনে। কথা হচ্ছে অতীত দিনের নানা প্রসঙ্গে। হযরত আব্বাস বললেন : হে রাসূল! আমি কীভাবে ঈমান এনেছি! একদিন দেখলাম, আপনি চাঁদের সঙ্গে কথা বলছেন। চাঁদকে আপনি আঙ্গুল ইশারা করছিলেন। আপনি যেদিকে ইশারা করছিলেন চাঁদ সেদিকে সরে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : চাচা, সত্যিই সেদিন আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম। চাঁদও আমার সঙ্গে কথা বলছিল। আমি কাঁদছিলাম সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। আর চাঁদ যখন ঘুরে গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদা করে আমি তার তাসবীহ শুনতে পাই। br ঘটনাটি ইমাম বাইহাকী, খতীব বাগদাদী ও ইবন আসাকির বর্ণনা করেছেন।