প্রতিদিন সকাল পেরিয়ে ভাের হয়, ভাের পেরিয়ে আবার সন্ধ্যা। এভাবেই ফুরিয়ে যায় জীবনের আয়ু। একদিন এসে ন্যায় অস্তিন মুহূর্ত। আমরাও চলে আসি জীবন সায়াহ্নে মৃত্যুর ঘাটে। আমরা জানি, জীবনে এই নানা আয়ােজন একদিন মৃত্যুর কাছে হেরে যাবে। তবুও সুর এ ফ্লাবন নিয়ে আমাদের থাকে শত যুগ্না হাজারো চাওয়া - পাওয়া। অথচ আমাদের এই জীবন হচ্ছে গনিমতস্বরূপ। এটা কােনাে রঙ্গমঞ্চ নয়।
এখানে শত চাওয়া - পাওয়াকে বিলীন করে আমাদের কামনা করতে হবে পরকালের জীবনকে কুড়িয়ে নিতে হবে ওপালের রশদা। দুনিয়াতে সব চাওয়া পূরণ হবে না, বলেই তাে আল্লাহ তাআলা জান্নাত নামক একটি জায়গা নির্ধারণ করে রেখেছেন। তাই চলুন, দুনিয়ার শত চাওয়া - পাওাকে বিলীন করে আখিরাতের চাওয়া - পাওয়াকে প্রাধান্য দিই। আর আখিরাতের চাওয়া - পাওয়ার গ্রন্থিত রূপই — 'সালাফদের চাওয়া - পাওয়া'।