জীবন এক বিক্ষুব্ধ সাগর। উত্থান-পতনের প্যারাডক্সসংকুল এক যাত্রা। পজেটিভ-নেগেটিভ অনুভূতির মিশেলে এক পুঁতির মালা। পজেটিভ ফিলিংসগুলো যেমন আপনাকে সতেজ করে, নেগেটিভগুলো আপনাকে দমিয়ে দেয়, হতাশ করে, রাগিয়ে দেয়। কারও কথা, কারও কমেন্ট, কারও সাথে ঝগড়া, কারও মূর্খতা, কারও হঠকারিতা, কারও প্রতারণা, হয়রানি, অপেক্ষার প্রহর, কিছু না- পাওয়ার বেদনা—এগুলো আপনার ভেতর জমে। একটা নেগেটিভ অনুভূতি, যেন বুক চেপে আসে, যেন মনটা তিতে-তিতে। এই অনুভূতিটা আমাদের ভেতর জমে। জমতেই থাকে। পরে একটি মানসিক বা শারীরিক ফলাফল হিসেবে প্রকাশ পায়। জীবনযাত্রায় এই শত্রুগুলোর সাথে লড়াইয়ের জন্য, লড়াইয়ে জেতার জন্য এবং তিতকুটে মনকে ফ্রেশনেস দেবার জন্য আল্লাহ আমাদেরকে কয়েকটি ঝাঁটা দিয়েছেন। এগুলো দিয়ে সব তিক্ততাকে ঝেঁটিয়ে বিদায় করে দিলেই জীবনে পাবেন তৃপ্তি প্রশান্তি স্বস্তি স্থিরতা। দুনিয়াতেও পাবেন ‘কুররাতু আইয়ুন’— যে জীবন জুড়ায় নয়ন, যে জীবন জুড়ায় মনন।