কারবালা, ইমাম মাহদি, দাজ্জাল, গজওয়ায়ে হিন্দ- প্রত্যেকটি আলাদা আলাদা প্রসঙ্গ। ইমাম মাহদি আর দাজ্জাল বিষয় দুটি পরস্পর সংশ্লিষ্ট হলেও বাকিগুলো একেবারেই আলাদা। তবে এক জায়গায় এ বিষয়গুলোর খুব মিল আছে। আর তা হলো- এ বিষয়গুলো নিয়ে প্রচুর মিথ চালু রয়েছে মুসলিম সমাজে। কারবালা, ইমাম মাহদি, দাজ্জাল ও গজওয়ায়ে হিন্দ প্রত্যেকটি বিষয়েই রয়েছে আল্লাহর রাসূলের হাদিস। আছে সেসব হাদিসের ওপর পূর্ববর্তী স্কলারদের ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা ও বিভিন্ন মন্তব্য। কিন্তু সেসব হাদিস ও এর ব্যাখ্যা নিয়ে ভারসাম্যপূর্ণ আলোচনা হয় প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। কল্পনা আর ধারণার ওপর ডালপালা ছড়ানো চমকপ্রদ আলোচনাই চলে বেশি। অথচ সেসব প্রচলিত মিথ ও কিংবদন্তির তেমন কোনো তাত্ত্বিক ভিত্তি নেই। ড. ইয়াসির ক্বাদির প্রাসঙ্গিক চারটি আলোচনার সংকলন এ বইটি এসব বিষয়ে আপনাকে দেবে একটি সামগ্রিক ধারণা।