বইটিতে বিবাহিত দম্পতির এমনসব সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্যা নিয়ে আলোকপাত করা হয়েছে, যা মুখে বলা যায় না, চোখে দেখা যায় না এবং সাধারণ দৃষ্টিতে বোঝাও যায় না।
এসব সমস্যায় জর্জরিত অজস্র পরিবার আজ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। প্রতিটি রূহ ওষ্ঠাগতপ্রায়! একটু স্বস্তির আশায় দেহ-মন তড়পাচ্ছে যেন! এর থেকে কেউ-ই বাদ যাচ্ছে না! বড় বড় আলিম থেকে নিয়ে সাধারণ দীনদার পরিবার, দীনহীন জেনারেল পরিবার কমবেশি সবাই আজ আক্রান্ত। কেন যেন এসব থেকে একদমই মুক্তি মিলছে না। কারণে-অকারণে নানান কলহ ও অন্তর্দন্দ যেন লেগেই আছে।
মূলত এই সমস্যাগুলো কেন হয়? এর তাত্বিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কী? এবং এর সমাধান কীসে? আর কেনই-বা এত চেষ্টা-তদবিরের পরও সবাই ব্যর্থ?
এসব নিয়েই ‘রিমেডি’ প্রস্তুত হয়েছে। যা বিবাহিত দম্পতির জন্য পারিবারিক মেডিসিন ও অবিবাহিত যুবক-যুবতীর জন্য অগ্রীম ভ্যাক্সিন স্বরূপ।