অনলাইনে শায়েখদের তুমুল বিরোধ যখন আমাদের মস্তিস্কে ভাঁজ ফেলে দেয়, আমলের প্রতি সন্দেহের কারণে ইবাদতে তৃপ্তি পাই না, হঠাৎই আমাদের কাছের বন্ধু যখন আকিদা ও আমলে পরিবর্তন শুরু করে, মাজহাব ও ইমামদেরকে গালিগালাজ করে, বাপ-দাদাদের আমল সঠিক ছিলনা বলে অপবাদ দেয়, অতিরিক্ত ইখতিলাাফের কারণে সঠিক বিষয়টা খুঁজতে হিমশিম খােতে হয়; ঠিক তখনি এন্টিবায়োটিক আপনার অন্তরকে প্রশান্তি দিতে হাতছানি দিয়ে ডাকছে। এছাড়া আমাদের অনেক মাদ্রাসা পড়ুয়া ভাইয়েরাও সহীহ জপা ভাইদের বিভ্রান্তির জবাবগুলো সহীহভাবে দিতে হিমশিম খান। তাদের জন্য কাছে রাখার মতো এই বইটি বেস্ট! সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লেখক বইটিতে পক্ষ-বিপক্ষ সকলের দলীল উল্লেখ করে উত্তমটাকে দেখিয়ে দিয়েছেন, তবে চাপিয়ে দেন নি। এই উদার মানসিকতা বইটির মান আরো উঁচুতে পৌঁছিয়েছে। এই একটি বই লিখতে লেখককে ২২০ টি বইয়ের সহায়তা নিতে হয়েছে। মুসলিম যুবক-যুবতীরা নিজেদের ঈমান, আমল ও আকিদার হেফাজতের জন্য, বইটিকে কাছে রাখা সময়ের দাবী। বইটি নান্দনিক উপন্যাস আকারে রচনা করা হয়েছে।