আমাদের নারীসমাজ হলো পৃথিবীর অক্সিজেন। তাদের আত্মত্যাগ, ভালোবাসা ও মমতার ওপর ভর করে পৃথিবী আজও জীবন্ত। তাদের কল্যাণেই পৃথিবীতে আজও হাসি-কান্না খেলা করে।
আল্লাহ সুবহানাহু তায়ালার এক অপূর্ব সৃষ্টি এই ‘নারী’। বরকত, রহমত ও শান্তির এক অপূর্ব আধার যেন! রাসূল সা. তাদের অত্যধিক ভালোবাসতেন। এবং উম্মাহকে নাসিহা করেছেন এ ব্যাপারে।
জাহিলিয়াতের সময় যে নারী কেবল ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হতো, তিনি সেই নারীকে মায়ের মর্যাদা এনে দিয়েছেন। স্ত্রীর অধিকার এনে দিয়েছেন। কন্যার হক এনে দিয়েছেন। বোনের মমতা ও মূল্য উম্মাহকে বুঝিয়ে দিয়েছেন। তিনি ব্যাতিত পৃথিবীর এমন কে আছে—যিনি নারীর জন্য এতখানি করেছেন? ইতিহাসের কোথাও এমন দৃষ্টান্ত মিলবে না। সম্ভবও না।
কিন্তু দিনদিন যেন আমাদের নারীসমাজ পুনরায় সেই পূর্বের জাহালতে ডুবে যাচ্ছে। নিজের নারী সত্ত্বাকে হারিয়ে ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছে। নিছক ভোগ্যপণ্য ও কর্পোরেট মার্কেটিং-এর টোপ হিসেবে অ্যাবইউজ হচ্ছে। মুক্তির নামে নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে।
এসবের ভিড়ে কতিপয় বোন এমন আছে, যারা নিজেকে অবমূল্যায়ন করেনি। হারিয়ে যায়নি কালের ফিতনার স্রোতে। শত বাধা-বিপত্তির মাঝেও আঁকড়ে ধরে আছে রব্বে কারীমের নির্দেশিত নিরাপদ জীবনব্যবস্থাকে। কিন্তু আমাদের বিপথগামী সমাজ, অবুঝ পরিবার ও উশৃংখল প্রতিবেশীর দুর্ভেদ্য জালে আটকা পড়ে না পারছে দ্বীনের পথে টিকে থাকতে, আর না পারছে নিজেকে ফিতনায় জড়িয়ে নিতে।
দ্বীনমুখী এসকল বোনের এই সকরুণ আর্তনাদ কিছু দ্বীনি বোনের কর্ণকুহর এড়িয়ে যেতে পারেনি। যাদের প্রত্যেকেই আলেমা-হাফেজা ও প্র্যাক্টিসিং মুসলিমাহ। তারা পর্দার আড়াল থেকেই নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কলম হাতে এমন কিছু রসদ তোহফা হিসেবে পাঠিয়েছেন—যা দ্বীন নিয়ে চলতে চাওয়া এসকল বোনদের জন্য মহা মূল্যবান পাথেয় হবে, ইনশাআল্লাহ।
তাদের সেই অমূল্য তোহফার পরিমার্জিত রূপ এই ‘উইমেন্স গাইড’। বইটির আদ্যোপান্ত দেখে আমি আপ্লুত হয়েছি। এবং অত্যধিক আশাবাদী যে, দ্বীন পালনে উদ্যমী নারীদের জন্য দারুণ এক গাইডবুক হতে যাচ্ছে এই ‘উইমেন্স গাইড’। অর্থাৎ দ্বীনের পথে চলতে গিয়ে পরিবার, প্রতিবেশী ও সমাজের পক্ষ থেকে প্রাপ্ত শত বাধাবিপত্তি ওভারকাম করে প্রকৃত বিজয়ীনি হওয়ার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় ভরপুর এই বইটি। আল্লাহ তায়ালা ‘মাস্তুরাত’ টিমের লেখিকাদের ইলম ও কলমে বরকত দান করুন। এবং ‘উইমেন্স গাইড’ বইটিকে পৃথিবীর আপামর নারীসমাজের জন্য কবুল করুন। আমীন।