নিদ্রা বিভাের শিশুতােষ হৃদয়ে জাগরণের। পরশ বুলিয়ে যে আহ্বান- সে তাে ‘ইউ টার্ন! নাস্তিকতা, সুশীল বিড়ম্বনা, নষ্ট চেতনা, গাফলতি, অনুভূতিহীনতা, কপটতা,। কাপুরুষতা, জীর্ণ ঈমান ও শীর্ণ আমলের বলয় থেকে ব্যক্তি ও সমাজকে টার্ন করিয়ে নতুন করে ঈমান ও মনুষ্যত্বের। চেতনায় উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আবেগ, অনুভূতি, বাস্তবতা ও ইসলামি মূল্যবােধের আলােকে সাহিত্যের মােড়কে কিছু হৃদয়গ্রাহী বর্ণীল গল্পে সেজেছে বক্ষমান বইটি। প্রত্যাশা যেন নতুন কিছু ভাবনার উদয় হয়, নতুন কিছু করার দৃঢ় প্রত্যয় হয় এবং অন্যায়ের কালাে আঁধার ফুড়ে ন্যায়ের সূর্য। পবিত্রতার ঝিলিক ছড়ায়; যাতে বিধ্বস্ত মানবতা, বিপথগামী মানুষ ও দূষিত সমাজ আমূল পরিবর্তনের লক্ষ্যে একটা ‘ইউ টার্ন’ নেয়।