মানুষ সামাজিক জীব। একে অপরের কাছ থেকে সহযােগিতা নেওয়া এবং একে অপরকে সহযােগিতা করা মানুষের একান্ত প্রয়ােজন। কিন্তু সহযােগিতা করতে গিয়ে এবং সহযােগিতা নিতে গিয়ে কখনাে কখনাে মানুষ বাড়াবাড়ি করে, সীমালংঘন করে। এতে সামাজিক শান্তি ও শৃংখলা বিঘ্নিত হয়। মানুষ কষ্ট পায়। এই অবস্থা থেকে উদ্ধার করে সমাজকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্যই বিচার ব্যবস্থার প্রয়ােজন।
অন্যান্য সকল ক্ষেত্রের মতাে বিচারের ক্ষেত্রেও ইসলাম অনন্য উদাহরণ স্থাপন করেছে। গভীরভাবে বিশ্লেষণ করলে এটি সুস্পষ্টভাবে ফুটে ওঠে যে ইসলামের বিচার ব্যবস্থা অনুপম, অতুলনীয়।
সংক্ষেপে হলেও মাওলানা মােঃ আতিকুর রহমান ইসলামী বিচার ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেছেন তাঁর এই পুস্তিকায়।
আমাদের বিশ্বাস, ইসলামী বিচার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টিতে পুস্তিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।