আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য নিবেদিত যিনি বিশ্ব জগতের স্রষ্টা ও প্রতিপালক। পাকিস্তানের ভাওয়ালপুর জেলার বিখ্যাত চিকিৎসক হাকিম মােহাম্মদ তারেক মাহমুদ চুগতাই-এর সুদীর্ঘ গবেষণা ও অধ্যবসায়ের ফসল “সুন্নতে রাসূল (স) ও আধুনিক বিজ্ঞান” ৪ খণ্ডে সমাপ্ত একটি বিশাল গ্রন্থ। ২০০২ সাল থেকে ২০০৬ সালের মধ্যে প্রকাশিত এ ৪ খণ্ড গ্রন্থ ইতিমধ্যে পাক-ভারত উপমহাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। রাসূল (স)-এর সুন্নত প্রকৃতপক্ষে চিরকালের বিজ্ঞান। কারণ এ সুন্নতের উৎস সর্বশক্তিমান আল্লাহ রব্দুল ‘আলামীন। ২০০৮ সালে আমি এ গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করি। বলাবাহুল্য মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের পাথেয় সঞ্চয় করার নেক নিয়তে এ গ্রন্থটির অনুবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম। গ্রন্থটি অনুবাদের দায়িত্ব দেয়া হয়েছে বর্তমানকালের খ্যাতিমান অনুবাদক ইসলামিক ফাউণ্ডেশনে দুই দশক যাবত উপ-পরিচালকের দায়িত্ব পালনকারী, যার দীর্ঘ দেড় যুগের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। যিনি একদিকে মুমতাজুল মুহাদ্দিসিন অন্যদিকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ, (অনার্স), এম.এ, মাওলানা এ.বি.এম. কামাল উদ্দিন শামীম। তিনি অক্লান্ত পরিশ্রমে চার খণ্ডের এ বিশাল গ্রন্থের অনুবাদ সম্পন্ন করেছেন।
- “সুন্নতে রাসূল (স) ও আধুনিক বিজ্ঞান” (চার খণ্ড) নামের এ গ্রন্থটি আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাদের নিকট এ বিশাল গ্রন্থটি উপস্থাপন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহ রব্বল আলামীনের অশেষ রহমতে বহুদিনের লালিত স্বপ্ন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের উৎহ-উদ্দীপনায় এ কঠিন কাজ শেষ করতে যারা সহয়তা করেছেন তাঁদের নিকট আমি কৃতজ্ঞ। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ এ খেদমত কবুল করুন তার শাহী দরবারে এ প্রত্যাশা ও প্রার্থনা ব্যক্ত করছি।