আলােচ্য গ্রন্থটি এক মাস বা এক বছরের পরিশ্রমের ফল নয় বরং দীর্ঘ বিশ বছরের গবেষণা ও অভিজ্ঞতার ফলশ্রুতি। আল্লাহ্ আমাকে এ পর্যন্ত বিশটিরও বেশি গ্রন্থ প্রণয়নের তাওফীক দান করেছেন। দু'একটি বইয়ের বিশ লাখেরও অধিক কপি শেষ হয়েছে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় ও মূল্যবান এবং অত্যন্ত জ্ঞানসমৃদ্ধ ও উপকারী গ্রন্থ এটিই। এর বাক্যগুলাে এবং প্রতিটি শব্দে, শব্দের পরতে পরতে গেঁথে রয়েছে আমার অন্তর, আমার অন্তর-ধ্বনি। স্মৃতির নির্যাসে তৈরি এর একেকটি বাক্য, বাক্যমালা।
আমি হৃদয়ের গভীর থেকে এর প্রতিটি শব্দ লিখেছি। এর বাক্যগুলাে হৃদয় থেকে হৃদয়ে রাখতে চেয়েছি। পাঠক হৃদয়ে যেন এর মর্ম গভীরভাবে রেখাপাত করে আর সে চেষ্টাই আমি করেছি। আমি অত্যন্ত আনন্দিত হব- যদি কোন পাঠক-পাঠিকা এ গ্রন্থে বর্ণিত বিষয়গুলাের অনুশীলন। করেন, এর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন এবং অর্জিত অভিজ্ঞতা বিকশিত করার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করেন। আমার বিশ্বাস, তখন সত্যিকার অর্থেই তিনি জীবনকে উপভােগ করতে পারবেন। এতে কোন সন্দেহ নেই।
পরিশেষে কোন পাঠক যদি বইটি পড়ার পর তার অনুভব-অনুভূতি জানিয়ে আমাকে ই-মেইল অথবা এসএমএস করেন তাহলে আমি আরাে আনন্দিত হব, আমি তাঁর প্রতি কৃতজ্ঞ হব এবং দূরে থেকেও তার জন্য। দোয়া করব। আর একটি কথা বইটি পড়ে শেষ করতেই হবে এমন নয়, বরং এর থেকে উপকৃত হওয়াই যেন লক্ষ্য হয়। সবশেষে মহান আল্লাহ্র কাছে আবেদন তিনি যেন আমাকে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ লেখাগুলাে থেকে উপকৃত হওয়ার তওফীক দান করেন এবং একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যই এ মহতী প্রচেষ্টাকে কবুল করেন। আমীন।