বায়ুমণ্ডলের ভেতরে-যে বসে আছি, শ্বাস নিচ্ছি, ফেলছি, ঘুমোচ্ছি—বুঝতে পারি কি কত বড় দান আল্লাহর! কুরআন কারিমে আল্লাহ তায়ালার অধিকাংশ আদেশ-নির্দেশ ও বিধানাবলির সম্বোধন মুমিনদের প্রতি; যাদের জীবনে ঈমান নেই, আল্লাহ তাদের প্রায়শই সরাসরি ডাকেন না, কোনো নির্দেশও দেন না; এ-থেকে কি বুঝতে পারি, এও আল্লাহপ্রদত্ত অনেক ভালোবাসার নিয়ামত? এভাবে কি কখনো ভেবে দেখি—কত অজস্র নিয়ামতের ভুবনে গভীরভাবে অন্তরিত হয়ে আছি! .
সমস্ত জীবন জুড়ে কত-যে সুবিধার সায়রে সাঁতার কাটছি, সে-অনুভব উন্মোচিত করে আমাদের টনক নড়ায় ইসলাম। আল্লাহর সমর্পিত বান্দা হওয়ার পথে এ-সব অনুপেক্ষ নিয়ামতের স্মরণ ও শোকর আমাদের চালিত করে। কিন্তু অধিকাংশতই সব ভুলে কোন যেন অনুচিত ঘোরে আমরা গুমরে মরি!
. সেই-বেঘোর অনুচিত ঘুমে একটা ঝটকা দরকার; খুব স্পষ্ট কিন্তু দেখতে-না-পাওয়া সেই-সব নিয়ামতের মর্মময় স্মরণ দরকার; দরকার বিস্মরণ থেকে জাগরণ।