অন্তরে প্রশান্তির প্রধান উপায় হলো—ইবাদত। রাসূলে আকরাম (সা.) ও সম্মানিত সাহাবিগণ ইবাদতের বদৌলতেই লাভ করেছিলেন সাকিনাতুল ক্বলব বা শান্তিময় অন্তর। জীবনের প্রতিটি পদক্ষেপকেই তাঁরা সাজিয়েছিলেন ইবাদতের রুপালি মোড়কে। আনুষ্ঠানিক ইবাদতসমূহকে তাঁরা সর্বোচ্চ গুরুত্বের সাথে যথাসময়ে, সঠিক নিয়মে পালন করতেন। তাঁদের দেখানো নিয়মে এই ইবাদতসমূহ পালন করাই একজন মুসলিমের প্রধান কর্তব্য। ইসলামের আনুষ্ঠানিক ইবাদতসমূহের মধ্যে প্রধান হলো—নামাজ, রোজা, হজ, জাকাত।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা অনেকেই জানি না, এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদতের সঠিক নিয়ম-পদ্ধতি। এ ছাড়াও আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন সংকটের মুখোমুখি হই, যার ইসলামি সমাধান জানতে অস্বস্তিতে ভুগি, ঠিক-বেঠিকের দোলাচলে হিমশিম খাই। এই বইটি আপনাকে সেই অস্থিরতা ও সংকট থেকে মুক্তির পথ বাতলে দেবে। আপনি পেয়ে যাবেন ইবাদতের বিশুদ্ধ নিয়ম-পদ্ধতি এবং প্রাত্যহিক জীবনসমস্যাসমূহের এক সাবলীল সমাধান।