বর্তমানে আমরা যুগের আধুনিকতায় পৌঁছে গেছি। সব দিক থেকে আধুনিকতা ও জ্ঞান-বিজ্ঞান আমাদের বেষ্টন করে রেখেছে। সর্বস্তরের মানুষ এখন জ্ঞান-বিজ্ঞান ও আধুনিকমুখী। আর একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, যতই আধুনিকতার প্রসার হোক না কেন, আল্লাহ তাআলার দেওয়া বিধান ও মুহাম্মাদের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদেয় সুন্নাত সমস্ত জ্ঞান-বিজ্ঞান ও আধুনিকতার উর্দ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতে রয়েছে মানব জীবনের জন্য উপকার। নবিজির এমন কোন সুন্নাত নেই যে তাতে কোন কল্যাণ নেই। কিন্তু আমরা্ এ বিষয়ে অজ্ঞ। আজ চিকিৎসা বিজ্ঞান একে একে তা প্রমাণ করে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতসুমূহের মধ্যে অন্যতম একটি সুন্নাত হলো, মিসওয়াক। আজ আমরা এই আধুনিক যুগে এই সুন্নাতটি ভুলে গেছি প্রায় বললেই চলে। অথচ, চিকিৎসা বিজ্ঞানে মিসওয়াকের অনেক উপকারিতা রয়েছে। যুগের চাহিদা অনুসারে এই বইটিতে সুন্নাতের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মিসওয়াকের স্বরূপ তুলে ধরা হয়েছে। বইটিতে মিসওয়াকের ইতিহাস, গ্রহণযোগ্যতার মানসহ হাদিসের উদ্ধৃতি ও ফযিলত, পৃথক-পৃথক ভাবে মিসওয়াকের উপকারিতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে মিসওয়াকের উপকারিতা সহ জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা পাঠক সম্মুখে তুলে ধরা হয়েছে।