সংসার সুখী হয় রমনীর গুনে, সংসার নামক ছোট্ট প্রতিষ্ঠানটি মধ্যমণি হলো একজন নারী। তাকে ঘিরেই সংসারে সবকিছু আবর্তিত হয়। সংসার পরিপাটি, সন্তান প্রতিপালন, স্বামীর সম্পদ সংরক্ষণ, স্বামীর মনোতুষ্টি-অসুন্তুষ্টি এ সবকিছুতেই রয়েছে তার গভীর ও নিবিড় অবদান। নারী হচ্ছে প্রেম ও ভালোবাসার আধার। সে তার প্রেমময় ব্যবহারে স্বামীর সকল দুঃখ-যাতনা, অবসাদ ক্লান্তি মুছে দিতে পারে। সংসার কাননে বসন্তের সুভাষিত ফুল ফোটাতে পারে; আবার এই নারীই পারে কালবৈশাখী ঝড় ঝাপটায় সংসারকে তছনছ করে স্বামীর জীবন বিষাদ করে তুলতে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীকে সৌভাগ্যের অন্যতম সোপান বলে চিত্রায়ন করেছেন। তিনি বলেছেন, তিনটি বস্তু মানুষের সৌভাগ্যের লক্ষণ: স্বচরিত্রা স্ত্রী, প্রসস্থ আবাসন, ও অনুকূল্য বাহন। আর তিনটি বস্তু হতভাগ্যের নিদর্শন: দুশ্চরিত্রা স্ত্রী, সংকীর্ণ আবাসন ও অপ্রতিকূল বাহন।