গল্প-কাহিনী বলতে ও শুনতে ভালোলাগা আর ভালোবাসা প্রায় সকল মানুষেরই এক অভিন্ন বৈশিষ্ট্য। এর প্রধান কারণ। গল্প থেকে সহজে উপদেশ গ্রহণ করা যায়। আর বাস্তব জীবনে তা সহজে প্রয়োগও করা যায়। অধিকন্তু সেই এই গল্প যদি হয় সহীহ হাদীসের আলোকে বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখ নিঃসৃত বাণীর উপর ভিত্তি করে, আর গল্পগুলোকে যদি গেঁথে দেয়া হয় হাদীসের পাদপ্রদীপের আলোয়, তাহলে এ কথা নির্দিধায় বলা যায় যে, এসব গল্প পাঠে পাঠক মাত্রই উপকৃত হবেন। পাঠকের হৃদয় ক্যানভাস বিগলিত করে জীবন গড়ায় পথ দেখাবে নববী আখলাকের তুলিতে আঁকা জীবনের দিকে।কিন্তু পরিতাপের বিষয় আমরা গল্পের নামে কুসংস্কারাচ্ছন্ন ও বিভ্রান্তিকর সব উদ্ভট গল্প নিজেরা পাঠ করছি আর কোমলমতি শিশু-কিশোরদেরও তাতে অভ্যস্থ করছি। যার পরিণাম মোটেও সুখকর নয়।কাজেই আসুন! আহাদীসে নবীবিখ্যার আলোকে রচিত গল্প পাঠে অভ্যস্ত হই। এগুলো ব্যক্তি গঠনে ও সমাজ বিনির্মাণে। বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথের দিশা প্রদান করবে ইনশাআল্লাহ...