জানতে চান ইসলাম কি ? তবে আসুন ইসলাম নিয়ে কিছু পড়াশোনা করি। মূর্খতা এবং ইসলাম কখনই পাশাপাশি অবস্থান করে না, আর ঠিক একারণেই মূর্খতা দূরীকরণে ওহীভিত্তিক জ্ঞানের প্রথম শব্দটিই ‘পড়ো‘। কেউ যদি পূর্ণ মুমিন হিসেবে পৃথিবীতে জীবন-যাপনে ইচ্ছুক হয়, তাহলে তার জন্য তাওহীদ, রেসালাত ও আখিরাত সম্পর্কিত জ্ঞান অর্জন করা একান্ত আবশ্যক।এ তিনটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ও স্বচ্ছ জ্ঞান না থাকলে ব্যক্তি নিজের অজান্তে শিরক, বিদ‘আত ও পথভ্রষ্টতার মধ্যে জড়িয়ে পড়বে। পরিণামে তার সৎকর্মসমূহ বিনষ্ট হতে থাকবে, ব্যক্তি তা উপলব্ধি করতে পারবে না। আর ঠিক এ কারণেই তাওহীদ, রিসালাত ও আখেরাতের প্রতি ঈমান পোষণ এর পূর্বেই শীরক-তাগুত তথা আল্লাহ বিরোধীশক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের দায়িত্ব। অধ্যক্ষ কামালুদ্দীন জাফরীর বিভিন্ন টিভি চ্যানেল সভা-সেমিনার এবং কুরআন তাফসীর মাহফিলে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করেন তাই নিয়ে মুলত এই বইটি । ইসলামী বিভিন্ন বিষয়ের প্রশ্নের জবাব দেয়া হয়েছে আপনার প্রশ্নের জবাব? বইটিতে । বইটিতে প্রশ্ন উত্তরে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে সহজ ধারণা পাবেন। যারা ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান তাদের জন্য ভালো একটি বই।আপনার প্রশ্নের জবাব?