আমাদের রাসুল সাঃ শেষনবি। তাঁর উম্মতের মাধ্যমেই পৃথিবী সমাপ্তির প্রান্তরে নোঙর করবে। তাঁর উম্মতের ওপর দিয়েই বয়ে যাবে কিয়ামতের আগে ভয়াবহ ফিতনার তুফান। উম্মত যাতে সে ফিতনার সময় নিজের ইমান রক্ষা করে কবরে যেতে পারে, সে জন্য রাসুল সাঃ যাবতীয় দিকনির্দেশনা দিয়েছেন।
পৃথিবীর ইতিহাসে আদম আ. থেকে কিয়ামত পর্যন্ত সবেচেয়ে ভয়ংকর ফিতনা হলো দাজ্জাল। নবিগণ দাজ্জালের ফিতনা সম্পর্কে নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন।
রাসুলের উম্মত যেহেতু নিশ্চিতভাবে দাজ্জালের ফিতনার সম্মুখীন হবে, এ জন্য অন্যান্য নবির চেয়ে তাঁর উম্মতকে তিনি দাজ্জাল সম্পর্কে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সতর্ক করেছেন, যাতে উম্মত দাজ্জালের ফিতনায় পড়ে নিজের মূল্যবান ইমান না হারায়।
ভবিষ্যতের কোনো বিষয়ে আকিদা পোষণ করতে হলে আগে দেখতে হবে, সে সম্পর্কে কুরআন ও সুন্নাহতে কী বলা হয়েছে। অনুরূপ দাজ্জাল সম্পর্কে আমাদের আকিদা রাখতে হবে কুরআন ও হাদিসের আলোকে। কিন্তু দেখা যায়, অনেকেই গবেষণার নামে দাজ্জাল সম্পর্কে এমনকিছু বলেন বা লিখে বসেন, যেগুলো স্পষ্টভাবে হাদিসের বিকৃতি। আলোচ্য গ্রন্থে এ ধরনের কিছু ভ্রান্তিরও অপনোদন করা হয়েছে।