মসজিদ আমাদের প্রাণ। আমাদের ইমানের মূল কেন্দ্র। মসজিদে নববি হলো সেই শুভসূচনার সূতিকাগার। কিন্তু দুঃখের বিষয়, খিলাফতব্যবস্থা বিলুপ্তির পর মুসলিমসমাজে দেখা দিয়েছে নানা উপসর্গ। এর একটি হলো মসজিদ নির্মাণ, পরিচালনা ও কাজের কলাকৌশলে বিরাট অসামাঞ্জস্য। কেউ কেউ এমনটা ভাবেন যে, মসজিদ এতটা পবিত্র, যেখানে সালাত ছাড়া আর কোনো কথা চলবে না এবং নারী ও শিশুদের মসজিদে প্রবেশ নিন্দনীয় একটি কাজ। মসজিদের নির্মাণশৈলীতে এসেছে বহু রূপ; কিন্তু নেই সেবা ও খিদমতে নৈপূণ্য। তবে আছে যেন একটা পাকানো গুমোট। বক্ষ্যমাণ গ্রন্থটিতে এসব ছাড়াও জুমুআর খুতবা, করণীয়, বর্জনীয় ইত্যাদি বিষয় নিয়ে দলিলভিত্তিক আলোচনা করা হয়েছে। গ্রন্থটি পাঠে পাওয়া যাবে চমৎকার অনেক দিকনির্দেশনা।