হালজামানার একশ্রেণির মুসলমান নিজেদেরকে সহিহ আকিদার অনুসারী পরিচয় দিয়ে হাজার বছর ধরে স্বীকৃত আকিদা নিয়ে ফিতনা ছড়াচ্ছে। সালাফে সালিহিনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিপথগামী করছে। অনলাইনে ও অফলাইনে সর্বস্তরের মুসলমানদের মধ্যে সংশয় ছড়াচ্ছে। সর্বযুগের সংখ্যাগরিষ্ঠ আলিম ও মুজাহিদদের একবাক্যে বিদআতি বলে আখ্যায়িত করছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকিদাকে জাহমি আকিদা বলে অভিহিত করে সমাজে নিরেট দেহবাদী ও অক্ষরবাদী ভ্রান্ত আকিদা ছড়িয়ে দিচ্ছে। ইতিহাসের পাতায় বিগত হওয়া মুশাববিহা (সাদৃশ্যবাদী), মুজাসসিমা (দেহবাদী) এবং ভ্রান্ত হাশাওয়ি ফিরকার আকিদা পুনরুজ্জীবিত করছে আর এগুলো সালাফের একমাত্র সহিহ আকিদা বলে একপাক্ষিক প্রচারণা চালাচ্ছে। সালাফ ও খালাফ তথা পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের আকিদা থেকে বিচ্যুত এই বিচ্ছিন্ন ও বিভ্রান্ত আকিদার মোকাবিলার জন্য আমাদের হকপন্থি মহান আকাবিরদের আকিদাবিষয়ক আলোচনাগুলো বাংলায় অনূদিত হয়ে আসা সময়ের দাবি ছিল। আল্লাহ তাআলা অনুবাদককে সেই দাবি পূরণের জন্য কবুল করেছেন।
আমি দুআ করি, আল্লাহ তাআলা গ্রন্থটির লেখক, অনুবাদক, প্রকাশক, পাঠক ও শুভানুধ্যায়ী সবাইকে উত্তমরূপে কবুল করুন। তরুণ আলিম মুফতি আলী হাসান উসামাকে উম্মাহর খিদমতে আরও বেশি বেশি অসামান্য অবদান রাখার তাওফিক দান করুন। আমিন।