যমযম সুপরিচিত একটি শব্দ, স্মৃতিবিজড়িত একটি নাম, প্রেম-ভালোবাসাসিক্ত একটি ইতিহাস। বিশুষ্ক মরু-বিয়াবানের দুঃসহ নির্জনতায় তৃষ্ণ ও পিপাসার ফলে, শিশু নবী ইসমাঈল ও বিবি হাজেরা আ.-এর প্রাণ যখন ওষ্ঠাগত ঠিক সেই প্রয়োজন মুহূর্তে বালিয়াড়ি ফুঁড়ে উৎসারিত হয়েছিল যমযমের প্রস্নবন, যা ছিল মহাক্ষমতাবান আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান।তাইতো যমযমের রয়েছে বহু গুণ ও বৈশিষ্ট্য এবং মাহাত্ব ও ফযীলত। যুগে-যুগে বহু খোদাপ্রেমিক, সাধকপুরুষ ও ঈমানদীপ্ত সাধারণ মুসলমান কলিজা ঠান্ডা করেছেন এই অমিয় সুধা পান করে এবং রোগমুক্তি লাভ করেছেন অসংখ্য রোগ-ব্যাধি থেকে। এসব বিস্তারিত ও অনবদ্য বিবরণ দিয়েই রচিত হয়েছে এ-গ্রন্থ। গ্রন্থটি পাঠে পাঠকমাত্রই যেমন হবেন যমযম প্রেমিক তেমনি হবেন ঈমানী তেজে তেজিয়ান।