পৃথিবীর প্রতিটি মানুষ সুখের জন্য সর্বসাধ্য ব্যয় করে। এমনকি কেউ কেউ তা পাওয়ার জন্য সমুদয় অর্থ-সম্পদ ব্যয় করতেও কুণ্ঠাবােধ করে না। অনেকে বৈধতা অবৈধতার তােয়াক্কা না করে যুদ্ধ পর্যন্তও করে থাকে এ মহামূল্যবান সুখ অর্জন করার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার তারা কেউ পরিপূর্ণ সুখী হতে পারে না। অপূর্ণতা নিয়েই এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে কবর দেশে যাত্রা করতে হয়। তাহলে কি সুখী হওয়ার আদৌ কোনাে উপায় নেই? পৃথিবীর কেউ কি তাহলে সুখী নয়? আর যদি সুখের পথ থেকেই থাকে তাহলে কি সেই পথ? তার স্বরূপ কি? কিভাবে সেই পথে গমন করা যায়? সেটা কতটুকুই পরীক্ষিত? কতটুকু সম্ভব? এই সকল প্রশ্নের উত্তর এবং একজন মুসলিম নারী কিভাবে সমগ্র বিশ্বের মানুষের মধ্যে নিজেকে সুখী করবে তার সঠিক নির্দেশনা এই বইতে দেয়া হয়েছে। কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নবী সাঃ -এর দেখানাে পথ অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে নিজেকে সুখী করা যায় এটাই হলাে এ বইয়ে আলােচ্য বিষয়। আমাদের বর্তমান সমাজে অধিকাংশ নারী সুখের জন্য বিধর্মী এবং পশ্চিমাদের পথ অনুসরণ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহর আদেশ এবং নবী সাঃ এর দেখানাে সুন্নতকে পদদলিত করছে। বিনিময়ে তারা দুঃখ ছাড়া আর কিছুই পাচ্ছে না। এই বইয়ে একজন মুসলিম নারী সকল প্রকার হতাশা, দুর্দশা, লাঞ্ছনা, বঞ্ছনা, দুঃখ, বিপদ, আপদকে অতিক্রম করে আল্লাহর হুকুম এবং নবী সাঃ-এর সুন্নত অনুসরণ করে কিভাবে সবচাইতে সুখী হবে সেই নির্দেশনা দেয়া হয়েছে। যদিও বইটি মুসলিম নারীদেরকে উদ্দেশ্যে করে লেখা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তা নারী-পুরুষ উভয়ের সমানভাবে জন্য প্রযােজ্য।