b"মহাপ্রলয় : বিশ্ব যখন ধ্বংস হবে" বইটির সম্পর্কে কিছু কথা:br/b বিশ্বের বুকে মুসলমানদের সার্বিক অবস্থান ক্রমে অবনতির দিকে যাচ্ছে। মুসলমানরা একের পর এক বিপর্যয়ের মুখােমুখি হচ্ছে। আর এ কারণে মুসলিম গবেষক ও সাধারণ মানুষও এ প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে শুরু করছে । তাই আপনি কখনাে শুনবেন যে, “ইমাম মাহদীর” আবির্ভাব হয়ে গেছে । আবার কখনাে শুনবেন যে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ঘটিতব্য বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে এসে পড়েছে । আবার কখনাে শুনবেন, কেয়ামতের আলামতস্বরূপ প্রাচ্যে বা পাশ্চাত্যে বড় ধরনের ভূমিধ্বস ঘটেছে ইত্যাদি । কিছুদিন আগে আমি আফ্রিকার এক দেশে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তি দাবি করেছে। যে, সে প্রতিশ্রুত ঈসা ইবনে মারইয়াম এবং সে আকাশ থেকে অবতরণ করেছে । এসব কারণে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝির প্রবল আশংকা থাকায় আমি কেয়ামতের আলামতসমূহকে ব্যাখ্যাবিশ্লেষণসহ স্পষ্টরূপে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। বক্ষমান গ্রন্থটি আমার সে সিদ্ধান্তেরই ফসল।