আমরা যে নামাজ আদায় করি তার অধিকাংশ হাদীস সম্মত নয়। কারণ আমরা নামাজ সরাসরি হাদীস থেকে শিখতে পারিনি, বরং শিখেছি নূরানী নামাজ শিক্ষা বই থেকে অথবা ফোরকানিয়া মাদরাসার স্বল্প শিক্ষিত হুজুর এর মাধ্যমে। ঐ হুজুরও হয়ত নামাজ শিখেছে ফাজায়েলে নামাজ বই থেকে। তাই আমাদের নামাজ শিক্ষার শুরুতেই ভুলে ভরা। নামাজের ব্যাপারে বলা হয়েছে- اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَاءِ وَ الْمُنْكَرِ অর্থ : নিশ্চয়ই নামাজ বান্দাকে যাবতীয় মন্দ ও অন্যায় কাজ হতে বিরত রাখে। (সূরা : আনকাবুত : আয়াত-৪৫)তবে শর্ত হলো নামাজ হতে হবে রাসূল (সা.)-এর শিখানো নামাজের মত। যেমন- রাসূল (সা.) এরশাদ করেছেন صَلُّوْا كَمَا رَاَيْتُمُوْنِىْ اُصَلِّىْ তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো ঠিক সেভাবেই নামাজ আদায় কর। অথচ আমাদের নামাজগুলো সেরকম না হওয়ার কারণে আমরা নামাজ থেকে উপকারিতা পাচ্ছি না।