‘এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ডাকবে না, যা তোমার উপকারও করে না, অপকারও করে না, কারণ এটা করলে তখন তুমি অবশ্যই যালিমদের অন্তর্ভূক্ত হবে।’ সূরা ইউনুস : আয়াত- ১০৬আমরা জানি যে, হিন্দুদের কোন সমস্যা হলে মন্দিরে যায় আর মুসলমানদের কোন সমস্যা হলে তাদের যাওয়ার কথা ছিল মসজিদে। কিন্তু মুসলিম সমাজে কিছু নামধারী মুসলমান আছে যারা কোনো বিপদে পড়লে বা সন্তান সন্তুতি না হলে মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা করে যা শিরকের পর্যায়ে পড়ে অথচ বিপদ থেকে উদ্ধার করা বা সন্তান দানের ক্ষমতা কোন মাজারের নেই।আমরা এদিকে লক্ষ্য করেই এ বইটি প্রকাশ করছি যাতে একজন মানুষ সকল প্রকার বিপদ-আপদে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের কাছেই চাইতে পারে। বইটির ভিতরের দোআর নিয়ম-কানুন ও আল কুরআন ও হাদীসে আল্লাহর কাছে চাওয়া সম্পর্কিত দুআগুলোকে একত্রিত করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে কুরআন ও হাদীসভিত্তিক আমল করে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করার তাওফিক দান করুন। আমীন॥