জীবন আমাদের কখন কোন অপ্রত্যাশিত মোড়ে এনে দাঁড় করিয়ে দেবে—আগ থেকে জানার সুযোগ নেই। খুব সাধারণভাবে যাপিত দিনগুলোতেও আবর্তিত হয় অদ্ভুত সব চরিত্র আর ঘটনা।ঠিক তাই ঘটেছে পাঁচবন্ধু—রাতুল, রায়হান, সোহান, মিলাদ আর গল্পের অদৃশ্য চরিত্রের কথকের সাথে। এটা উপন্যাস হলেও কথক এখানে গল্পের বাঁকে বাঁকে রেখেছে বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য। সংলাপের আদলে তুলে ধরেছেন অনুপম সব কুরআনি বিশ্লেষণ। ক্যাম্পাসের সাদামাটা দিনগুলোতে কৌতূহলের রঙ ছিটিয়ে দেয় 'এক পয়সা' খেতাবের এক জুনিয়রের আল্লাহর ক্ষমতা সম্পর্কে সংশয় ও জিজ্ঞাসা। সেই সংশয় আর জিজ্ঞাসার জবাব খুঁজতে নেমে পড়ে পাঁচবন্ধু, আবিষ্কার করে—অজান্তেই জড়িয়ে গিয়েছে আরও কিছু রহস্যের সাথে। ঘূর্ণাক্ষরেও টের পায়নি কেমন জটিলতার সম্মুখীন হতে চলেছে তারা। একদিকে এক পয়সার সংশয়... অন্যদিকে রহস্যময় জটিলতা...সবকিছু থেকে উত্তরণের উপায় খুঁজতে হলে এবার প্রয়োজন গ্রিন সিগন্যালের—কী এই গ্রিন সিগন্যাল!