নবী কারীম (সাঃ) -এর তায়েফ সফরের ঘটনা নবুওয়াত প্রাপ্তির পর সুদীর্ঘ নয়বছর পর্যন্ত নবী করীম ও পবিত্র মক্কাতে উম্মতের হেদায়েত এবং সংশােধনের জন্য সচেষ্ট ভূমিকা রাখেন। কিন্তু মুসলমানদের একটি ছােট জামাত এবং মুসলিম সুভাকাছি অমুসলমান ছাড়া মক্কার অধিকাংশ কাফেরই নবী করীম (সাঃ) এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। তারা রাসূলুল্লাহ (সাঃ) এবং তার সাহাবীগণকে বিদ্রুপ ও হাসি-ঠাট্টা করত এবং তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত-অপমানিত করত। হুজুর (সাঃ) -এর চাচা আবু তালেবও ঐ সমস্ত ভাল মনের মানুষদের মধ্যে ছিলেন, যিনি মুসলমান না হওয়া সত্ত্বেও রাসূল - (সাঃ) কে বিভিন্ন প্রকারের সাহয্য করেছিলেন। | নবুওয়াতের দশম হিজরীতে আবু তালেবের মৃত্যু হলে কাফেদের শক্তি ও সুযােগ আরাে বেড়ে যায়। তখন তারা প্রকাশ্যে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে এবং ইসলামের প্রচার-প্রসারে বাধা দিতে থাকে। তাদের জুলুমঅত্যাচার এবং বিরােধিতায় একান্ত অথিষ্ঠ হয়ে হযরত রাসূলুল্লাহ (সাঃ) এই মনে করে তায়েফ সফর করতে মনস্থ করেন যে, সেখানকার সবচাইতে শক্তিশালী সাফিক বংশ। যদি তারা ইসলাম গ্রহণ করে তবে মুসলমান নিপীড়ন, উৎপীড়নের হাত থেকে মুক্তি পাবে এবং ইসলামের শক্তি আরও বৃদ্ধি পাবে