আল্লাহ তা'আলা একমাত্র আইনদাতা, রিযিকদাতা, পালনকর্তা, মহাব্যবস্থাপক, মহাপরিচালক, সার্বভৌম ক্ষমতার মালিক। এসব ব্যাপারে তার কোন শরীক বা অংশীদার নেই । দুনিয়া ও আখিরাতে তার সৃষ্টির সব ব্যাপারে তিনিই একমাত্র কর্তৃত্বের অধিকারী ও ক্ষমতাবান। সব কিছুর উপরই তিনি সর্বশক্তিমান। এ সকল বিষয়গুলােতে কোন ব্যক্তি, শক্তি বা গােষ্ঠীকে সামান্যতম অংশীদার মনে করলে সমস্ত ঈমানই বরবাদ হয়ে যাবে। যেমন খ্রীষ্টানরা তিন খােদায় বিশ্বাসী, অন্যান্য মুশরিকরা দেব-দেবীকে বা নিজেদের জাতি, বংশ বা রাজাকে খােদার জাত বা সত্তার অংশ মনে করে। তাছাড়া যেসব গুণাবলী আল্লাহ তা'আলার জন্য নির্দিষ্ট, সেগুলােতে বা তার কোন একটি তেমনিভাবে অন্য কোন মাখলুকের মধ্যে আছে বলে বিশ্বাস করলে শিরক হয়। যেমন : আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে বা গায়েবী জগতের সব তত্ত্ব ও তথ্য তার কাছে স্পষ্ট। কিংবা সে সব কিছু জানে এবং শশানে বা সে সকল দূর্বলতা ও অক্ষমতা থেকে মুক্ত এমন মনে করা।