হাদীস হচ্ছে কুরআনের ইঙ্গিতবহ আয়াতের বিস্তৃত বিশ্লেষণ, গােপনীয় তথ্যের স্পষ্ট ব্যাখ্যা। যে এর অনুসারী হবে ও সংরক্ষণ করবে, সে হেদায়াত প্রাপ্ত হবে এবং দুনিয়া-আখেরাতে কল্যাণ লাভ করবে। আর যে একে অগ্রাহ্য করবে অথবা মুখ ফিরিয়ে নিবে, সে পথ ভ্রষ্ট এবং মহাক্ষতিতে নিমজ্জিত হবে। হাদীসের নামে জালিয়াতি করলে সে নিজে কঠিন পাপের নিপতিত হয়ে ধ্বংশ হবে। তাতে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য মিথ্যা থেকে রাসূলুল্লাহ (সা.)-এর উপর মিথ্যা সবচেয়ে জঘন্যতম গুনাহ। তাতে সহীহ হাদীসের উপর আমল করার সুযােগ থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মিথ্যারােপ করা অন্য করাে প্রতি মিথ্যারােপ করার মতো নয়। আর মিথ্যারােপকারী অবশ্যই জাহান্নামে যাবে"- (সহীহুল বুখারী, কিতাবুল জানা'ইয, হাদীস নং- ১২১৪) মাউযু হাদীস বা প্রচলিত জাল হাদীস' শিরােনামে গ্রন্থটির লেখক “হাদীস বিজ্ঞানীগণ অসাধারণ পরিশ্রম করে ‘জারহ-তাদীল’ ও ‘আসমাউর রিজাল’ নামক স্বতন্ত্র শাস্ত্রের এক বিরাট তত্ত্ব ভাণ্ডার আবিষ্কার করে বানােয়াট হাদীস প্রতিরােধ করেন। আল্লাহ হাদীসকে কিয়ামত পর্যন্ত সুসংরক্ষিত রাখবেন তা প্রমান করতে ড. মুহাম্মদ মানজুরুর রহমান সক্ষম হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০২ সনে এম.ফিল এবং ২০০৯ সনে পি-এইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রতিভা ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি গবেষণামূলক লেখালেখিতে মনােযােগী হয়েছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত। এ গ্রন্থটি হাদীস অনুসন্ধিস্য সাধারণ ছাত্র-ছাত্রী, পাঠকপাঠিকা, হাদীস শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হবে বলে আমার বিশ্বাস।