আল্লামা ইবনুল কায়্যিম রহ. যাদুল মা'আদে লেখেনঃ ‘জিহাদ হলাে ইসলাম-সৌদের সুউচ্চ চূড়া। দুনিয়ায় যেমন মুজাহিদের মর্যাদা ও সম্মান সবার ওপরে, তেমনি আখেরাতেও হবে তার তেমনি সুমহান ও সুউচ্চ সম্মান ও মর্যাদা। আর তাই এর সর্বোচ্চ শৃঙ্গে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অধিষ্ঠান। তাঁর মধ্যেই ঘটেছিল জিহাদের সব ধরন ও সব কিসিমের সমন্বিত সমাহার । আল্লাহর রাহে মন ও মস্তিষ্ক, দাওয়াত ও তাবলীগ, তীর ও তলওয়ার সব ধরনের জিহাদের হক পুরাে করে দেখিয়ে গেছেন তিনি। জীবনের সারাটা সময়ই তাঁর নিয়ােজিত ছিল আত্মিক, শাব্দিক ও শারীরিক জিহাদে । দুনিয়ায়ও তিনি ছিলেন সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ্য মর্যাদার অতিরিক্ত আর আল্লাহর কাছেও তিনি সবচেয়ে প্রিয় ও সর্বাপেক্ষা নিকটতম । আল্লাহর দুশমনদের সাথে বাইরের জিহাদ নফসের সাথে অভ্যন্তরীণ জিহাদেরই একটা অঙ্গ । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহু কর্তৃক নিষিদ্ধ বস্তুসমূহ পরিত্যাগ করে। সুতরাং নফসের সাথে জিহাদ বাইরের দুশমনদের সাথে জিহাদের তুলনায় মর্যাদাসম্পন্ন এবং তা এর আসল বুনিয়াদ। বিভিন্ন প্রকারের জিহাদ ও গুরুত্ব হিসাবে এগুলাের অবস্থানক্রমে জিহাদ চার প্রকার ? ক. নফসের সাথে জিহাদ। খ. শয়তানের সাথে জিহাদ। গ. কাফেরদের সাথে জিহাদ। ঘ. মুনাফিকদের সাথে জিহাদ।