পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে মানুষ যে পথে জীবন-যাপন করলে আল্লাহ তাআলার চিরসন্তুষ্টি লাভে ধন্য হবে, পরকালে জাহান্নামের ভয়ংকর শাস্তি থেকে রেহাই পাবে এবং অকল্পণীয় ভােগ-বিলাসের চিরস্থায়ী ঠিকানা জান্নাত লাভ করবে, সেই পথ প্রদর্শনের জন্যই মহান আল্লাহ তা'আলা পৃথিবীতে লক্ষাধিক নবী-রাসূল পাঠিয়েছেন। তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ট নবী হযরত মুহাম্মাদ সা.-এর উম্মতের অন্তর্ভূক্ত করে আমাদেরকে অন্যান্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই আমাদের জন্য মহানবী সা.-এর প্রদর্শিত পথ বা সুন্নাত তরীকাই আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের একমাত্র পথ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকাল আমরা অনেকেই মহানবীর সুন্নাত থেকে বহু দূরে সরে পড়েছি। এমনকি জীবনের কোন কাজে রাসূল সা.-এর সুন্নাত কি ? তা আমরা অনেকেই। জানি না। তাই জীবনের সর্বস্তরে কোন কাজে নবীজীর সুন্নাত কি? তা সবিস্তারে জেনে পালন করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভের বিকল্প নেই। সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই স্বাভাবিক জীবন-যাপনে রাসূল সা.-এর সুন্নাতসমূহ ছােট পুস্তকারে একত্রিত করে মুসলিম উম্মাহর খেদমত করার চেষ্টা করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে “দিন-রাতে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মাসনূন দু’আ” । সাথে গুরুত্বপূর্ণ মাসনূন দু’আ ও অতি প্রয়ােজনীয় কিছু বিষয় সংযােজন হয়েছে; যেগুলাে দ্বারা মুসলিম নর-নারী নিজেদের আমলের খােরাক পাবেন বলে আশা করা যায়।