ফকীহ আবুল লাইস সামারকান্দী রহ. বলেন, হযরত মাহমূদ বিন লাবীদ রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন : | তােমাদের জন্য যে বিষয়টি আমার নিকট সর্বাধিক ভীতিকর, তা হচ্ছে ছােট শিরক। উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল ছােট শির্ক কি ? তিনি বললেন, ছােট শিরক হচ্ছে রিয়া। আল্লাহ তাআলা যেদিন বান্দাদেরকে কর্মের প্রতিদান দেবেন, সেদিন রিয়া আক্রান্ত বান্দাদের লক্ষ্য করে বলবেন : তােমরা তাদের কাছেই গমন করাে, দুনিয়াতে যাদেরকে দেখানাের জন্য আমল করতে। দেখ, তারা তােমাদের জন্য কোনাে কল্যাণ বয়ে আনতে পারে কি না। ব্যর্থ ফকীহ সামারকান্দী রহ, উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন : আল্লাহ তাআলা প্রতিদান দিবসে তাদের লক্ষ্য করে এমন বলবেন, কারণ, দুনিয়াতে তাদের আমল ছিল প্রতারণামূলক। সুতরাং কেয়ামত দিবসে তাদের সাথে প্রতারণার প্রতিউত্তর স্বরূপ এমন আচরণ করা হবে।