।। ঈমানের কষ্টিপাথর ।। তাযকিয়া, বা আধ্যাত্মিকতার মর্মকথা হলো কাম, ক্রোধ, লোভ-মোহ, হিংসা-বিদ্বেষ, বড়ত্ব-অহংকার, রিয়া-লৌকিকতা, মিথ্যা, গীবত-পরনিন্দা, কু-দৃষ্টি, কু-ধারণা, পাপাচার ও গোনাহের খায়ের ইত্যাকার সর্বপ্রকার পাপ থেকে নিজেকে পাক-পবিত্র করে ইখলাস-নিষ্ঠা, বিনয়-নম্রতা, শোকর, সবর, ন্যয় ও সততা, তাওয়াক্কুল ও আমানতদারী ইত্যাকার সর্ব প্রকার অনুপম ও উত্তম চরিত্র দ্বারা নিজেকে সুশোভিত করে তোলা। মানুষের তাযকিয়া বা আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে যুগে যুগে বহু আধ্যাত্মিক রাহবার ও আল্লাহর ওলীগণ চেষ্টা-প্রচেষ্টা চালিয়েছেন। এক একজনের দিক নির্দেশনা এক এক রকম প্রভাব রাখে। সবার কথায়ই আলাদা আলাদা খোরাক পাওয়া যায়। আমরা এখানে এমন এক ব্যক্তিত্বের অনবদ্য বয়ান পাঠকদের খেদমতে পেশ করার প্রয়াস পেয়েছি যিনি ছিলেন আমাদের নিকট অতীতের একজন ইনসানে কামেল ও আধ্যাত্মিক রাহবার। ফকীহুল আসর হযরত মাওলানা মুফতী রশীদ আহমদ লুধিয়ানভী রহ.।