পৃথিবীতে সুন্দর-সুশৃঙ্খল রাখতে হলে কুরআন-সুন্নাহ মোতাবেক বৈধ বিবাহের বিকল্প পথ নেই। জীবনে পরম সুখ আল্লাহ তা'আলা পুত-পবিত্র স্ত্রীদের থেকে জৈবিক চাহিদা ও মানসিক প্রশান্তি লাভ করার ব্যবস্থা করেছেন। ইসলামে বৈরাগ্য নীতির কোনো স্থান নেই। মানবতার ধর্ম ইসলাম নারী-পুরুষের মাঝে সুন্দর ও পুতঃপবিত্র জীবন-যাপনের জন্য বিবাহের ব্যবস্থা করেছেন। সামর্থ্যবান ব্যক্তিকে বিয়ে করার আদেশ দেয়া হয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে না করা ইসলাম সমর্থন করেনা।"ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন” শিরোনামে গ্রন্থটির রচয়িতা গবেষণা করে তথ্য উপাত্তের ভিত্তিতে বিবাহ করার প্রতি উৎসাহ প্রদান, আত্মীয়তা বজায় রাখা, বিবাহের উপকারিতা, মহর প্রদান করা ফরজ, নেককার স্ত্রীর মর্যাদা, নেককার স্ত্রীর কর্তব্য, পুত্র ও কন্যা সন্তান একমাত্র আল্লাহই দেন, সন্তান সম্ভুতি মহান আল্লার বিরাট নি'আমত, সন্তান-সন্ততি পৃথিবীতে পরীক্ষা স্বরূপ, নেক সন্তান পাওয়া ও পিতা-মাতার জন্য দু'আ, আদর্শ মায়ের কর্তব্য, সুন্নাত তরিকায় ঘুমালে গর্ভের সন্তান ভালো থাকে ইত্যাদি পৃথক পৃথক শিরোনামে নির্ধারণ করে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।