পৃথিবীর প্রধান দুটো ধর্ম হচ্ছে হিন্দুধর্ম ও ইসলাম। বহুকাল থেকে এ দু’ধর্মের অনুসারীগণ দক্ষিণ-এশীয় উপমহাদেশে বাস করছেন প্রতিবেশী হিসেবে, কিন্তু একে অপরের ধর্ম সস্পর্কে জানা-জানির তেমন কোনো চেষ্টা কখনো হয়েছে বলে মনে হয় না। উপমহাদেশে আগমনের পর মুসলমানগণ স্থানীয় লোকদের ধর্ম সম্পর্কে কেনো আগ্রহ দেখিয়েছেন বা ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে তাদের অবহিত করার জন্য উল্লেখযোগ্য কোনো চেষ্টা করেছেন, তা-ও মনে হয় না। স্থানীয় যেসব লোক ইসলাম গ্রকহণ করেছেন, তা তারা করেছেন মুসলমানদের আকিদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, চরিত্র এবং ইসলামের সাম্য ও ন্যায়বিচার দেখে। একে অপরের ধর্ম সম্পর্কে জানা না থাকার ফলে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদের নামে বর্তমান ভারতে যে আন্দোলন চলছে, তা হিন্দুধর্ম সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অনেক বাড়িয়ে দিয়েছে। তেমনি, তথ্য-প্রযুক্তির এ যুগে বিশ্ববাসীর সামনে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরারও প্রয়োজনীয়তা অনেক বেড়ে গিয়েছে। কারণ, মুসলমানদের দাবি, কেবল ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম। এসব চিন্তা-ফিকির থেকেই বইখানা লেখার এ প্রয়াস।
পুস্তকখানার প্রথম অধ্যায়ে ধর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা এবং পরবর্তী অধ্যায়গুলোতে হিন্দুধর্ম ও ইসলাম, উভয় ধর্মের মৌলিক উপাদান, ধর্মগ্রন্থ, স্রষ্টা সম্পর্কিত ধারণা, উপাসনা, পরকাল, সমাজব্যবস্থা, নারী অধিকার এবং নৈতিকতার ওপর আলোকপাত করা হয়েছে। উপসনালয় হিসেবে মসজিদ ও মন্দির যে এক নয়, তা-ও এক পৃথক অধ্যায়ে দেখানো হয়েছে। যেহেতু পুস্তকখানা সাধারণ পাঠকদের জন্য লেখা, তাই দার্শনিক বা জটিল বিষয়াদিকে বাদ দেওয়া হয়েছে। লেখকের প্রায় সাড়ে তিন দশকের কর্মজীবনের পুরোটাই ব্যয় হয়েছে গবেষক হিসেবে। আশা করা যায়, হিন্দুধর্ম ও ইসলামের মৌলিক পরিচয় তুলে ধরার কাজে পুস্তকখানা কিছুটা অবদান রাখবে।