মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানীর বক্ষ্যমাণ সফরনামা ভ্রমণ-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন। তিনি বিপুল ও বৈচিত্র্যপূর্ণ পড়াশোনার অধিকারী একজন দূরদর্শী আলেম। জামিয়া রাহমানিয়া ও দারুল উলূম দেওবন্দের গৌরব; বিহার ও দক্ষিণাত্যের অহংকার। তিনি একাধারে নতুন প্রজন্মের বিশিষ্ট আলেম, বিজ্ঞ মুফতী, লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক। আবার উদ্যমী ও কর্মবীর। অনেক প্রতিষ্ঠানের জিম্মাদার সঙ্গে অত্যন্ত বিনয়ী ও বন্ধুবৎসল। তিনি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং ভাষণদানের জন্য পৃথিবীর অনেক দেশে সফর করেছেন। তাঁর পর্যবেক্ষণশক্তি অত্যন্ত তীক্ষè, বুদ্ধি-বিচক্ষণতা অতি সূক্ষ্ম আবার কলমও শক্তিশালী ও সাবলীল। তাই তাঁর সফরনামা হয়েছে অত্যন্ত সারগর্ভ তথ্যবহুল ও সুখপাঠ্য।
সফরনামাটি অত্যন্ত তথ্যবহুল। কলম এখানে তার চূড়ান্ত কারিশমা প্রদর্শন করেছে। কোনো কোনো জায়গা তো ভাষা ও সাহিত্যের চমৎকার নিদর্শন। এতে মুসলমানদের ঐক্য ও সংহতির প্রতি সবিশেষ আহ্বান জানানো হয়েছে। লেখকের কলম ও কদম সাম্প্রদায়িকতা মুক্ত, বরং এর প্রতি চরম বিতৃষ্ণ। ইরান ও কাতারের সফরনামায় সেই প্রেরণা প্রকাশ পেয়েছে। বইটি সঙ্গত কারণেই শ্রেষ্ঠ সফরনামাগুলোর মাঝে গণ্য হবে। সাবলীল ভাষা ও ব্যাকুল হৃদয়ে তিনি মুসলিম মিল্লাতের অসহায়ত্ব ফুটিয়ে তুলেছেন।