আল্লাহ তাআলা মানবজাতিকে যত নেয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল নবুওয়ত ও রিসালতের নেয়ামত। যখনই মানুষের হেদায়েতের প্রয়ােজন হয়েছে তখনই আল্লাহ তাআলা মানবজাতির তালীম-তরবিয়তের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং ওহীর মাধ্যমে তাদের হেদায়েত দান করেছেন। নবী ও রাসূল আগমনের এ ধারা বহু বহু কাল অব্যাহত ছিল। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এর পরিসমাপ্তি ঘটে। তারই মাধ্যমে সর্বশেষ ও সর্বপূর্ণ হেদায়েত দান করা হয়, যা সর্বকালের জন্যই প্রযােজ্য ও যথেষ্ট। তিনি খাতামুন নাবিয়্যীন। তার পরে কোন নতুন রাসূল বা নবী আসবেন না। তার পরে যেকোন ব্যক্তি নবুওয়ত প্রাপ্তির দাবি করবে সে নিঃসন্দেহে কাফের। যারা তাকে মেনে নেবে তারাও কাফের। আখেরি নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানবজাতি যে আসমানী তালীম ও হেদায়েত লাভ করেছে, তার দু'টি ভাগকিতাব ও সুন্নাহ। কিতাব অর্থ আলকুরআন, যা শব্দ ও অর্থ উভয় দিক থেকে আল্লাহ তাআলার কালাম ও ওহী। আর সুন্নাহ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাত ও জীবনচরিত এবং তার যাবতীয় কথা ও কাজ এবং আদেশ-নিষেধ, যা তিনি আল্লাহ তাআলার রাসূল এবং তার কিতাবের শিক্ষকরূপে উম্মতকে প্রদান করতেন, যা সাহাবায়ে কেরাম যথাযথ সংরক্ষণ করে পরবর্তীদের নিকট হুবহু পৌছিয়েছেন এবং পরবর্তীরা তা সনদসহ কিতাবে সংরক্ষন করেছেন।
লোকমুখে প্রসিদ্ধ ভিত্তিহীন বর্ণনাসমূহের ওপর হাদীসশাস্ত্রের আলোকে রচিত প্রামাণ্যগ্রন্থ এই বই।