একদল উদাস মুসলিম বোনদের প্রতি হৃদয় নিংড়ানো কিছু কথামালা অথবা যুগ সচেতন উম্মাহর মায়েদের জন্য দরদভরা কিছু নসীহাহ। আবার হতে পারে সমগ্র মুসলিম উম্মাহর প্রতি খোলা চিঠি। যা -"ইলাল উখতিল মুসলিমা'র মোড়কে এখন আমাদের সামনে।
অনেকটা পিচ্চিল পথ পাড়ি দিয়ে যখন গ্রন্থটি পূর্ণ অবয়ব ধারণ করে আমাদের চোখের সামনে হাজির হয়েছে তখন এর নেপথ্যের নিভৃতচারীদের শুকরিয়া জ্ঞাপন না করে গত্যন্তর নেই। কালান্তর প্রকাশনীর কর্ণধার মুহতারাম আবুল কালাম আজাদ ভাই নানাবিধ পরামর্শ দিয়ে কৃতজ্ঞতার বাগডোরে অনেক আগেই বেধে রেখেছেন। বক্ষমান গ্রন্থটি প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন মাও. আহসান ইলিয়াস ভাই। দিনকে রাত আর রাতকে কাজের উপযুক্ত সময় বানিয়ে মুহিব্বুল্লাহ মামুন ভাই হাড়ভাঙা খাটুনি খেটে গ্রন্থটিকে পূর্ণাঙ্গরূপে পরিস্ফুটিত করতে সহযোগিতা করেছেন। একাধিকবার প্রুফ নিরীক্ষণে যথেষ্ট ভূমিকা রেখেছেন মুশতাক আহমদ ভাই।