অষ্টাদশ শতাব্দীর উপমহাদেশের বিখ্যাত আলিম, সমাজ সংস্কারক, বিপ্লবী ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহ.। তাঁর নাম শোনেনি এমন তলিবুল ইলম পাওয়া মুশকিল। উনি এমন একজন ব্যক্তি যার নামই তাঁর পরিচয়ের জন্য যথেষ্ট।
তাঁর লিখিত নির্ভরযোগ্য আকীদার একটি গ্রন্থ হচ্ছে 'আল-আকিদাতুল হাসানাহ'। বইটি কলেবরে ছোট এবং সংক্ষিপ্ত হলেও এতে আকীদার মৌলিক বিষয়াদি চলে এসেছে অত্যন্ত সুনিপুণভাবে, যেসব বিষয়ের ওপর সঠিক আকীদাহ রাখা প্রত্যেকের জন্য অপরিহার্য।
.
বর্তমান সময়ে এসে আমরা আকীদাহ সংক্রান্ত নানান চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আলোচনা দেখতে পাই। অপরদিকে এত এত আকীদাহ মাঝে আমরা সংশয়ের মধ্যে পড়ে যাই—কোনটা রেখে কোনটা মানবো। এগুলো বাদ দিয়ে ঠিক যে বিষয়গুলোর ওপর আমাদের বিশুদ্ধ আকীদাহ রাখতে হবে—লেখক এখানে খুব সংক্ষেপে আলোচনা করেছেন। এছাড়া যেসব বিষয়গুলো ব্যাখ্যার দাবী রাখে, অনুবাদকের পক্ষ থেকে সেগুলোর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা টীকায় উল্লেখ করা হয়েছে; যেন পাঠকমাত্র মৌলিক আকীদাহ সম্পর্কে স্বচ্ছ জ্ঞান অর্জন করতে পারে।