মহিলাদের প্রায় সকল বিষয় একটি বইয়ের মধ্যে, বাংলাতে এমন বই খুব একটা চোখে পড়ে না। পাঠকেরা বহুদিন ধরে এই বিষয়ে বই আনতে অনুরোধ করছিলেন, কিন্তু এই ব্যাপারে আমরা বই আনতে দেরি করছিলাম এই কারণেই যে, এমন একটা বইয়ের অপেক্ষা করছিলাম যেই বইটার মাধ্যমে আমাদের মা, বোন, স্ত্রী, মেয়েরা যেন ব্যপকভাবে উপকৃত হয়, তাদের সমস্ত বিধিবিধান যেন সেই বইটার মধ্যে থাকে। ফাদ্বীলাতুশ শাইখ ড. আবু বাকর মুহাম্মাদ যাকারিয়া (হাফি.)-এর সাথে পরামর্শ হলো, এরপর আমরা বর্তমান বিশ্বের অন্যতম বড় আলেম শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান (হাফি.)-এর 'মুমিন নারীদের বিশেষ বিধান' বইটা বাছাই করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদেরকে এমনিতেই এতটা সম্মানিত করেন নি, আপনি বইটা পড়ার পর বুঝতে পারবেন তিনি আসলেই কত বড় মাপের আলেম সুবহানাল্লাহ, বইয়ের পাতায় পাতায় তার প্রমাণ পাওয়া যাবে। শাইখ সালিহ আল ফাওযান (হাফি.)-এর লেখা, শাইখ সানাউল্লাহ নজির আহমাদ (হাফি.)-এর অনুবাদ করা আর শাইখ ড. আবু বাকর মুহাম্মাদ যাকারিয়া (হাফি.)-এর সম্পাদনা করা 'মুমিন নারীদের বিশেষ বিধান' বইটি দ্বীনি বোনদের জন্য বাংলা ভাষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা বই হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যেই বইতে তারা তাদের যাবতীয় বিধিবিধান জানতে পারবে ইন শা আল্লাহ। প্রতিটা বাড়ির মা, বোন এরা যদি জান্নাতের পথে হাটা শুরু করে বাড়ির অন্যান্য সদস্যদের জন্যও সেই পথ অনেক সহজ হয়ে যায়। আল্লাহ তা'লার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দেন, আমীন।