চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। ঘোর অন্ধকার, অমানিশার অদৃশ্য হাতছানি। বিরামবিহীন ঝিঁঝিঁ পোকা তার অবস্থান জানান দিয়ে যাচ্ছে। বিভীষিকা ছেয়ে আছে সর্বত্র। কাটাতার বেষ্টিত জনপদে খানিক দুরত্ব বজায় রেখে বিশাল বিশাল গর্তের অতল গহব্বর থেকে বিকট আওয়াজ ভেসে আসছে বাতাসে, আবার মিইয়ে যাচ্ছে হাওয়ায়।
ভাবুন তো! আপনিই সে পরিস্থিতির শিকার বান্দা।
হ্যাঁ, সময়টা এখন চিত্রিত এসব দৃশ্যে।
উসামা বিন জাইদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. মদিনার উঁচু একটি জায়গায় তাশরিফ রাখলেন তারপর তিনি বললেন, আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাচ্ছ? উপস্থিত সবাই বলল, না। তিনি বললেন, আমি সেসব ফিতনা অবলোকন করতে পারছি, যা তোমাদের ঘরগুলোর মাঝে বৃষ্টি বর্ষণের ন্যায় পতিত হতে থাকবে। [মুত্তাফাকুন আলাইহি ১৮৭৮:২৮]
আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। এবং সর্বাস্থায় ইমান নিয়ে দিনাতিপাত করার তাওফিক দিন। আমিন।