এ বইতে আমার দীর্ঘ দিনের পেশাগত অভিজ্ঞতা, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা হিসেবে টেবিলের উভয় পার্শ্বে অবস্থানের অভিজ্ঞতা, দীর্ঘ সময় ক্যারিয়ার-বিষয়ক পড়াশােনা ও দেশের বিভিন্ন স্থানে ইতােমধ্যে পরিচালিত অসংখ্য ক্যারিয়ার-বিষয়ক ট্রেনিং কোর্সের আলােকে, একবিংশ শতাব্দীর উপযােগী বাস্তবভিত্তিক, বৈজ্ঞানিক ক্যারিয়ার প্ল্যান তৈরির প্রক্রিয়া সন্নিবেশিত হয়েছে। এখানে ব্যবহৃত সকল তথ্য ও ধারণা আমার পঠন-পাঠন ও অভিজ্ঞতার নির্যাসসিক্ত, দেশীয় বাস্তবতার নিরিখে উপস্থাপিত। দেশের বিভিন্ন স্থানে “ক্যারিয়ার প্ল্যানিং কোর্স পরিচালনা করতে গিয়ে আমি বিচিত্র সব অভিজ্ঞতার মুখােমুখি হয়েছি। নানান রকম ছাত্র, যুবক, বেকার, সাংবাদিক, ডাক্তার, অভিভাবকসহ নানা বয়সের নানা পেশার মানুষের ক্যারিয়ার ভাবনা, সমস্যা ও সমাধানের ধরন আমাকে এ কাজে বিশেষভাবে সাহায্য করেছে। প্রতি কোর্সে অংশগ্রহণকারীরা আমাকে যে সমস্ত প্রশ্ন করেছেন, তার উত্তর মাথায় রেখেই আমি বইয়ের বিষয়বস্তু সাজিয়েছি। আমার বিশ্বাস, মুক্তমন নিয়ে ক্যারিয়ার প্রত্যাশী যে কেউ বইটি মনােযােগ দিয়ে পড়লে এবং বইতে আলােচিত প্রক্রিয়া অনুসরণ করলে সফল ক্যারিয়ার গঠন করতে পারবেন। আরও একটি কথা, আমার এই বইয়ের বিষয়বস্তু আমি বিশ্বের সমসাময়িক অন্যান্য প্রধান ক্যারিয়ার উন্নয়ন ধারণার সাথে মিলিয়ে নিয়েছি এবং প্রয়ােজনীয় গ্রহণ-বর্জনের মাধ্যমে আমাদের দেশের মানুষের কৃষ্টি-সংস্কৃতি, মানসিকতা ও মূল্যবােধের উপযুক্ত একটি কার্যকর পদ্ধতি উপস্থাপনের চেষ্টা করেছি। সুতরাং আপনি আস্থা রাখুন, জীবন-স্বপ্ন নির্মাণের একটি কার্যকর প্রক্রিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করতে যাচ্ছেন। আপনার সদিচ্ছাই আপনাকে সাফল্যের পথে অবিচল থাকতে সহায়তা করবে।