আল্লাহ সুবহানাহু তায়ালা তার ২৫ জন মনোনীত বান্দাদেরকে পবিত্র কুরআনে আমাদের সামনে উপস্থাপন করেছেন উসওয়াতুন হাসানাহ' অর্থাৎ উত্তম আদর্শ হিসেবে। মানব জীবনের পরতে পরতে প্রতিটি অবস্থা ও পরিস্থিতির "মডেল এক্সিলেন্স' রয়েছে পবিত্র কুরআনে এই নাবি-রাসুলদের বর্ণনার মধ্যে। আদম আ. কে পরীক্ষা নেয়া হয়েছিল শাইতনের প্ররোচনা, দাউদ আ, কে ন্যায় বিচার, সুলাইমান আ. কে ধন-সম্পদ ও আইয়ুব আ. কে এর সম্পূর্ণ বিপরীত-অসুস্থতা, পরিবার-পরিজন ও সম্পদ থেকে বঞ্চিত করে। আল্লাহ্ সুলাইমান আ. ও আইয়ুব আ. এর ব্যাপারে বলেছেন, 'কতই না উত্তম বান্দা', (৩৮:৩০, ৩৮: ৪৪)। আর শেষ উসওয়াতুন হাসানাহ' মুহাম্মাদ সা, কে মানব জীবনের খুটিনাটি, ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, যুদ্ধ-বিগ্রহ সব রকম পরিস্থিতির সম্মুখীন করে আল্লাহ্ তায়ালা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সফলতা দুনিয়ার সম্পদ প্রাপ্তি বা বঞ্চিত হওয়ার মধ্যে নয়; বরং সফলতা নির্ভর করে, আল্লাহ আমাদেরকে জীবন চলার পথে যেসব পরিস্থিতির সম্মুখীন করেন সেগুলো আমরা কীভাবে মোকাবেলা করি! দুঃসময়ে ধৈর্য এবং সুসময়ে কৃতজ্ঞ্তা প্রকাশ করতে পারি কি না! 'কুরআনের আলোকে ২৫ জন নাবি ও রাসূল' সেই বর্ণানামূলক আয়াতগুলোরই এক অনবদ্য সংকলন। পাঠিকের সামনে তাদের জীবন, কর্ম-পদ্ধতির বর্ণনা, উল্লেখযোগ্য ঘটনাবলী ও অনন্য বৈশিষ্ট্, পবিত্র কুরআনের আয়াতসমূহের সাবলীল অনুবাদ, পৃথিবীতে তাদের বিচরণ এলাকার ভৌগলিক মানচিত্রসহ তুলে ধরা হয়েছে।