বইটি কেন পড়বেন?
শেষ যামানার নানা আলামত জানতে চান অনেকেই। ছোট কলেবরে একসাথে সেগুলো জানতে এই বইটি খুব উপকারী হিসাবে কাজ করবে। কিয়ামত ও শেষ সময়ের লক্ষনগুলো জেনে সে সম্
পর্কে সতর্ক হওয়া ও সে অনুযায়ী কাজ করার জন্য এই বই পাঠককে জ্ঞানী করে তুলবে।
বইয়ের মূলকথাঃ
এক নজরে কিয়ামতের লক্ষনগুলো বর্ননা করার পর ছোট ও বড় লক্ষনগুলো কিছুটা বিশ্লেষন করে বর্ননা করা হয়েছে। বেশ কিছু আয়াত, হাদীস দিয়ে রেফারেন্স সহকারে বর্ননা করার চেষ্টা করা হয়েছে ঘটনাগুলো। চাঁদ দ্বিখন্ডিত হওয়া, ঈসা (আ) এর আগমন, ইয়াজুজ মাজুজ এর আগমন, সূর্য ও চন্দ্র গ্রহণ যেমন আছে তেমনি আছে গণহত্যা, অরাজকতা, ঘন ঘন ভূমিকম্প, আকাশ ছোঁয়া ইমারত নির্মান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ইমাম মাহদী এর আগমন। এছারাও এসেছে দারিদ্রতা বৃদ্ধি পাওয়া, সময় সংক্ষিপ্ত হওয়া, ইরান ইরাক যুদ্ধ ইত্যাদি আলামতের কথাও।
নানা আলামত এর বর্ননা দিয়ে কিয়ামত যে আসন্ন তা বার বার বলা হয়েছে। মানুষ তবুও সতর্ক হচ্ছে না। মূল কথা হলো এই পৃথিবী তথা নিজেরা আমরা এক সময় শেষ হয়ে যাব। তার আগেই আমাদেরকে পাথেয় সংগ্রহ করে নিতে হবে। বৈজ্ঞানিক ভাবেও এটা প্রমানিত যে, এই পৃথিবী চিরস্থায়ী নয়। তাই শেষ সময় ও শেষ বিচারের আলামত দেখে আমাদের এখনই সময় শুধরে যাওয়ার।
বিশেষ বৈশিষ্ট্যঃ
বইয়ে বেশ কিছু প্রাসঙ্গিক ছবি রয়েছে যা বইটিকে করে তুলেছে প্রানবন্ত। এর দ্বারা বিষয়গুলো বুঝতে সহজ হয়েছে। কলেবর খুব বড় না হওয়ায় বেশ অল্প সময়েই অত্যন্ত তথ্যবহুল এই বইটি শেষ করা সম্ভব হয়েছে। তাই এটি হাতের কাছে রাখা যায় খুব ভাল রিমাইন্ডার হিসাবে।