বর্তমান সময়ে খ্রিষ্টান ধর্ম প্রচারকদের আনাগোনা বাংলাদেশে বেশ লক্ষ করা যাচ্ছে। তারা মুসলিমদের খ্রিষ্টান ধর্মে দিক্ষিত করতে উঠেপড়ে লেগেছেন। বিশেষ করে সাধারণ মুসলিম ভাই-বোনদের কুরআনের অপব্যাখা দিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। এই সমস্যা বর্তমানে মহামারী আকার ধারণ করছে। কিন্তু খ্রিষ্টানদের বাইবেল পর্যালোচনা করলে দেখা যাবে তাদের বাইবেলে অনেক বৈপরীত্যে আছে। অথচ তারা আসে আমাদের ধর্মগ্রন্থের ভুল ধরতে! বিষয়টা সত্যিই ডাবল স্টান্ডার্ড। তাই তাদের বাইবেল নিয়ে সংক্ষেপে তুলে ধরেছেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)। তিনি ছোট কলেবরে খ্রিষ্টানদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আলোচনা করেছেন।
বইটিতে লেখক খ্রিষ্টানদের গ্রন্থগুলোর বৈপরীত্য সংক্ষেপে তুলে ধরেছেন। তিনি খ্রিষ্টান ধর্ম এবং সত্যিকার ঈসায়ী ধর্মের তুলনামূলক আলোচনা করেছেন। খ্রিষ্টানদের উদ্ভাবিত নতুন সব বিধি-বিধান এবং এর অসারতা বাইবেলের আলোকে তুলে ধরেছেন। কুরআনের আয়াত নিয়ে খিষ্টান ধর্ম প্রচারকদের অপব্যাখা এবং সঠিক ব্যাখা আলোচনা করেছেন। নবি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে মিথ্যাচারের স্বরূপ তুলে ধরেছেন।বইটি সমকালীন পরিস্থিতির এবং প্রেক্ষাপটে বিশেষ মর্যাদার অধিকারী। বইটি খ্রিষ্টান ধর্ম প্রচারকদের বিরুদ্ধে এবং তাদের প্রশ্নের বিরুদ্ধে একটি দলিল।